Friday, 2 August 2019
মঙ্গলকাব্য
আমি যে তোমায় লিখছি, এসব বোঝার কেউ নেই
হয়তো ঘ্যানঘ্যান করে বেজে গেছে ফুল্লরার ঘড়ি
অথবা চাঁদের হাতে আলোমুখ জগতগৌরীর
পুজো শুরু হলো বলে, লখীন্দর ঘুমিয়ে থেক না
চোখে জল কেন আসে বোঝা যায় না, এত অনুভূতি
ছিল না আড়ালে কিছু, কে যে এল, কার বুকে মাথা-
বেজে উঠল সারিগান, প্রেমে পড়ব কিশোরী তোমার
আবার নতুন করে, তুমি মন দিও না পাথরে
আমরা সাঁওতালজন্ম কখনও নতুন করে দুঃস্বপ্ন দেখি না
অথচ তোমায় লিখছি, মনে পাপড়িগুলো খুলে নিয়ে
আবার অক্ষতদেহে জানি আজ তুমি আছ
স্বাধীন শবরী…
তোমায় সমস্ত লেখা অক্ষরের তিলে তিলে পুজো লেগে আছে
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment