• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Monday 5 August 2019

রথীন বণিকের কবিতা



মা হবার আগে

মা হবার আগে আবারও মিষ্টি লাগে
এই পৃথিবীর মুখ
প্রতিটা তরমুজ চুষে চুষেও
এতোটা মোলায়েম পাই না
বালিশের স্তূপ
বয়েই চলে
একটা পূর্ণবতী দশমিকের কাঁধে আমার অন্তর্ভেদী যুগ
রোদ ঝড় জল ছাড়িয়ে ছাড়িয়ে
একটাই তো আড়ি
চোখের বিমায়
রোজই ঠেলাঠেলি
ঘুম
এমনই এমন দেখুক আমার লাজুক
অবিন্যস্ত শিরায়
এসো ফর্সা ফর্সা রোজ বাঁধাই
সিঁড়ি স্বর্ণ গোধিকার
গোধূলি ধুইয়ে ধুইয়ে
আসে না আকাশ
ফর্দহীন লাল লাল ফর্মুলায়
আইনও একটা দুগ্ধবতী ট্যানেলে
প্রত্যহ পাক্ষিক চ্যানেলে ভেঙে দেখি সূর্য চন্দ্র
সেও কি আমারই মতো গুঁড়ো গুঁড়ো
ঋষিতুল্য জলের ফণায়
হেঁটে আসি হুল্লোড় মাড়িয়ে ফণিমনসা গাছের অগুনতি ইলেকট্রন কণায়
জিভে জিভে রোজি নিয়ে যাই
উত্তম নিকেল
এই মাপা মাপা গা মা পায়
ডালটনো জর্জরিতম হলে
আমারই মতো মহুলে স্থিতাবস্থা চুষে খায়
দ্বিগুণ জোরে নাচতে থাকা ব্রহ্মাণ্ডের


My Blogger Tricks

1 comment:

  1. আগের চেয়ে একটু অন্যরকম লাগলো

    ReplyDelete