Sunday, 4 August 2019
টিউলিপ! টিউলিপ!
অভয়ারণ্য
চোখ। আগুনে হেলানো হলুদ। পেখমি আলোয় ভরে আছে তরল বারান্দা। সহনাঙ্ক শিখছে জল।
আর্দ্র গোলার্ধে ওই ডুবো নদী কুয়াশার। ভূগর্ভস্থ রাত্রি লুকোনো টিউলিপ বাগানে।
অচেনা গানের ভেতর কোথাও নৌকো অবশ ভেসে যায়। সেই রাস্তা ভেঙে ভেঙে দৃষ্টি শিখছে জলজ
কবর। লিঙ্গহীন মুক্তি এই...
যে শাদায় লুকিয়ে খুব বক
তোমাকে পড়তে
পারি না অন্ধকারে। এ সভ্যতাকৌশলী হাত। তার রহমত ছায়ায় নীল পেয়ারাবন উঁকি দ্যায়। মধ্যে
মধ্যে সুদূর জানলা। অলক্ত শাকের খেত। গমরং আলো কিংবা আলপথ...। এই সন্ধ্যা তোমার
ভেতর প্রবাহিত জঙ্গম ঈশ্বরের দিকে। এই শ্বাস আর স্বরচ্ছেদ, এই পাথরসঙ্গম...এই জ্যান্ত হাড়িকাঠ--- যা কিছু অস্থাবর আলাপ আমার, সব কিছু অভিজ্ঞানে মিলিয়ে দিলাম। একটা মুক্তির মতো অন্ধ পথ আমায় শাদা করল
খুব...শাদা, তোমার মতো আশ্চর্যময়।
Subscribe to:
Post Comments (Atom)
ভালো লাগলো...ভবিষ্যতে আরও লেখা পড়তে চাই...
ReplyDelete