Monday, 5 August 2019
১.
প্রতিটা
চোখ ভিন্ন ভিন্ন কথা নিয়ে
এক এক
ঋতু,
ঋতুস্রাবের
দাগ নিয়ে বাতাস
জড়িয়ে
ধরে রূপান্তর...
কুমারী
থেকে বৈবাহিক হয়ে ভাষা
এ কোন
জন্মান্তর
২.
গাছের
ছায়ায় আমি এবং পাগল
আলো শুষে
নিচ্ছে বাকি পৃথিবী-
চাল ধোয়া
কুমারী হাতের মতো
বাতাস
বইছে
পাতা
নড়ছে,
আর আইবুড়ো
গন্ধে মাতাল প্রজাপতি
পাগলটার
নীরবতায় সুড়সুড়ি এঁকে
হাঁড়ি
থেকে হাঁড়িতে রাখছে পরাগরেণু...
৩.
মেঘ ডাকছে
অথচ বৃষ্টি
হচ্ছে না
সাঁতরে
ভাঙছি আকাশকুসুম ঢেউ,
সমুদ্রের
সব নুন শুষে নিয়ে
কোনো
এক জাহাজ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে
খুলছে
পোষাক
ঘোমটা
ঢেকে ফিক করে ওঠে বৌ
৪.
চুপ করে
থাকা বোতামটা
আর হাতের
রিমোটের বাইরে,
লুকোচুরি
শ্রাবণ ডাগর হয়ে উঠছে ফ্রকে...
তবু সে
বুড়ো দাদুর গল্প শোনে,
বুড়ো
দাদু শোনে তার স্তন
চশমার
ভিতরে এক তেপান্তর মেলে
সব রূপকথা
বাদুড়ে
চেটে খায় বাহির ভিতর...
৫.
ধ্যান
ভেঙে গেলে স্বস্তিক-চিহ্ন পরে নেয় অন্তর্বাস,
তারপর
শ্যুটিং শুরু
সিনেমার
মতো লাস্যময়ী জিভ
লম্বা
ছিপ এক
পুকুরে
ডোবে আর ওঠে,
মাছ গিলে
গিলে
নায়িকা
হয়ে ওঠে সংবাদ...
৬.
চার্জারের
পাশে মোবাইল
আর তার
পাশে আমি
একটা
একটা সিঁড়ি পেঁচিয়েও
গলায়
ফাঁস লাগাতে পারেনি চাঁদ
৭.
ধোঁয়া
নিগড়ে যেটুকু ঘর মুছেছি
তার চেয়েও
বিরাট মেঝে সেঞ্চুরি হাঁকায়
প্যাভিলিয়নের
চিরুণি হাতে
আয়নার
সামনে একটা হেলমেট
ঠোঁট
চুষে চুষে
ভাত ফুটে
ওঠে,
ফ্যান
উপচে মেঝেকে শোঁকায় ডুমুর ফুলের সুবাস
৮.
কাঠি
আছে তালা নাই,
কাঠবিড়ালী
একথা জেনে মড়াইয়ে ডিগবাজি খায়
বীজগণিত
পাতে নিয়ে
সিলভারের
থালা আজও
অমাবস্যার
আসনে বসে দেখে
খোসা
খুলে ধানেরা কাঠবিড়ালীর যৌবনাবাদ।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment