• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Monday 5 August 2019

পলাশ কুমার পালের কবিতা



১.
প্রতিটা চোখ ভিন্ন ভিন্ন কথা নিয়ে
এক এক ঋতু,
ঋতুস্রাবের দাগ নিয়ে বাতাস
জড়িয়ে ধরে রূপান্তর...

কুমারী থেকে বৈবাহিক হয়ে ভাষা
এ কোন জন্মান্তর

২.
গাছের ছায়ায় আমি এবং পাগল
আলো শুষে নিচ্ছে বাকি পৃথিবী-

চাল ধোয়া কুমারী হাতের মতো
বাতাস বইছে
পাতা নড়ছে,

আর আইবুড়ো গন্ধে মাতাল প্রজাপতি
পাগলটার নীরবতায় সুড়সুড়ি এঁকে
হাঁড়ি থেকে হাঁড়িতে রাখছে পরাগরেণু...

৩.
মেঘ ডাকছে
অথচ বৃষ্টি হচ্ছে না

সাঁতরে ভাঙছি আকাশকুসুম ঢেউ,
সমুদ্রের সব নুন শুষে নিয়ে
কোনো এক জাহাজ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে
খুলছে পোষাক

ঘোমটা ঢেকে ফিক করে ওঠে বৌ


৪.
চুপ করে থাকা বোতামটা
আর হাতের রিমোটের বাইরে,
লুকোচুরি শ্রাবণ ডাগর হয়ে উঠছে ফ্রকে...

তবু সে বুড়ো দাদুর গল্প শোনে,
বুড়ো দাদু শোনে তার স্তন

চশমার ভিতরে এক তেপান্তর মেলে
সব রূপকথা

বাদুড়ে চেটে খায় বাহির ভিতর...


৫.
ধ্যান ভেঙে গেলে স্বস্তিক-চিহ্ন পরে নেয় অন্তর্বাস,
তারপর শ্যুটিং শুরু

সিনেমার মতো লাস্যময়ী জিভ 
লম্বা ছিপ এক 
পুকুরে ডোবে আর ওঠে,

মাছ গিলে গিলে
নায়িকা হয়ে ওঠে সংবাদ...


৬.
চার্জারের পাশে মোবাইল
আর তার পাশে আমি

একটা একটা সিঁড়ি পেঁচিয়েও
গলায় ফাঁস লাগাতে পারেনি চাঁদ


৭.
ধোঁয়া নিগড়ে যেটুকু ঘর মুছেছি
তার চেয়েও বিরাট মেঝে সেঞ্চুরি হাঁকায়

প্যাভিলিয়নের চিরুণি হাতে
আয়নার সামনে একটা হেলমেট 
ঠোঁট চুষে চুষে

ভাত ফুটে ওঠে,
ফ্যান উপচে মেঝেকে শোঁকায় ডুমুর ফুলের সুবাস


৮.
কাঠি আছে তালা নাই,
কাঠবিড়ালী একথা জেনে মড়াইয়ে ডিগবাজি খায়

বীজগণিত পাতে নিয়ে

সিলভারের থালা আজও
অমাবস্যার আসনে বসে দেখে

খোসা খুলে ধানেরা কাঠবিড়ালীর যৌবনাবাদ।

My Blogger Tricks

0 comments:

Post a Comment