Monday, 5 August 2019
আরও একবার তোমার কাছে হেঁটে যেতে যেতে ১
যে সব
কথা গুলো ভেবে ভেবে আমি সময় কাটাই,
অন্ধকার
হতেই ক্ষত গুলো মুছে দেয়
আলাদিনের
মায়ার প্রদীপ।।
আমি ঘুমের
ভিতরে রোদ্দুর নিয়ে হাজির হই
তোমার
দরজায়
রৌদ্রের
আভা তেও
তুমি শুয়ে
থাকো মাটির বুকে
আমি তখন
ধরেনি তুমি মৃত
ঘুম থেকে
ফিরে এসে দেখি মাঝ রাত্রে
বয়স বেড়ে
যাচ্ছে ছেঁড়া চিঠির।।
আরও একবার তোমার কাছে হেঁটে যেতে যেতে
২
অন্ধকার
যে ভাবে গিলে নেয় অন্ধ গলির চৌরাস্তা।।
তোমার
আমার পথে সেই ভাবে দূরত্ব বাড়িয়ে দেয়,
তোমার
বাবার ভাড়াটে রিক্সাওয়লা।।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment