Sunday, 4 August 2019
বিসর্জন
স্ফটিকের ছাইদানির রং আকাশ
অধিকার করেছে।
মরিঘাটে ছলোছলো রাত্রির
পরাগ ভেসে যায়।
তারায় তারায় তোমায় ডাক
পাঠিয়েছি।
তুমি সে ডাক কিছুতেই শুনতে
পাওনি।
তাই চুল পেতে শুয়ে আছে জলে।
ঢেউ আসে,
ভেসে যায়, ভেসে যায়।
হাওয়া এমনি যেন দশমীর
সন্ধ্যাটি ঘনিয়ে এল।
গাল গলে গেল, বাম স্তন।
এবার সমস্ত জল হয়ে গিয়ে ঘাস
হবে,
ঘাস নয়,
তোমাকে চিরদিন ডাকতে চাওয়া
মোহনঅঙ্গুলি।
Subscribe to:
Post Comments (Atom)
ভালো লাগলো
ReplyDeleteভালো লাগলো...
ReplyDelete