আলো ফেটে পড়ে মুখের ওপর
Monday, 5 August 2019
আলো ও আয়নার দিকে বন্দুক তুললেই
আলো ফেটে পড়ে মুখের ওপর
আলো ফেটে পড়ে মুখের ওপর
আয়না ভেদ করে ঢুকে যায় রাস্তা
ঘর বাড়ি আর
আস্ত আরও একখানা আয়না তার ভিতর
আরও একটা
আরও ভিতরে আরও একটা দুটো তিনটে
মুখ
বন্দুকের নল থেকে মুখের দূরত্ব
আলোর বেগে ছুটে যায়
অ্যালার্ম ও বালিঘড়ি
অ্যালার্ম দেওয়া ঘড়ি বন্ধ করা
জানতে হয়
অন্তত শিখে বা জেনে রাখা ভালো।
অথচ কী অশ্লীল তাই না?
ঘুমের ভিতর থেকে উঠে আসে হাত
ঘড়ির মাথায় পেটে
এদিকে নাড়ির ভিতর তখন স্তূপাকৃতি
জট
শিথিল হাতের থেকে এক ফোঁটা দু
ফোঁটা করে ঝরে পড়ে বালিঘড়ি ডায়াল
ও গোটা একটা মানুষ
অথচ অ্যালার্ম বন্ধ করতে জানে না
বলে ঘুমের অতল থেকে উঠে আসে
স্যাঁতস্যাঁতে চোখ ও জীবন
এবং মৃত্যুও প্রত্যাখ্যান করে
Subscribe to:
Post Comments (Atom)
প্রথমটা বেশ ভালো লাগলো...
ReplyDelete