অথচ, চাঁদ কিংবা ম্যানিকুইন... কারও পেটের ভেতর জরায়ু থাকে না। রাত কিংবা স্মৃতির থাকে। এরা অন্তঃসত্ত্বা হয়। এদের প্রসব বেদনা উঠলে ঘুমন্ত কাকগুলো একসাথে ডানা ঝাপটিয়ে ডেকে ওঠে। মানুষ ভীত কিংবা উদ্বিগ্ন হত পাখিদের কষ্ট পেতে দেখলে। এখন নিজের কথা ভেবে আশঙ্কিত হয়। আশঙ্কারা সব অন্তর্বাসের আড়ালে হেঁটেচলে বেড়ায়। রাতে অন্তর্বাসমুক্ত হয় শরীর। কিলবিল করে বেরিয়ে আসে আশঙ্কা আর বিপণ্ণতা। ভাবো, একটা ব্লেড কিংবা ক্ষুর দিয়ে অন্ধকার চিড়ে দেওয়া হ'ল... শিম চেড়ার মত। আর সেই ফালাফালা হয়ে যাওয়া ক্ষত থেকে বেরিয়ে এলো কৃমী, লার্ভা, ম্যাগটরা। তেমনই কেউ বুক ঘষে, কেউ ডানা ফরফর করে বেরিয়ে আসে। উষ্ণতা পেলে উবে যায়, মিলিয়ে যায়। এই অন্তর্বাস হয়ত সভ্যতার খুব গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। এরও বিবর্তন আছে। অভিযোজন আছে। পিঠে দুটো কৃত্রিম ডানা নিয়ে এক ঝাঁক ককেশিয়ান সুন্দরী মহার্ঘ্য অন্তর্বাস পরে লাইন দিয়ে হেঁটে আসে তালে তালে হাততালি দিতে দিতে। প্রত্যেকের ঠোঁটে স্ফটিকের মত হাসি। ঠিক এভাবেই বিপণ্ণতারা পালিয়ে গেলে অথবা লুকিয়ে পড়লে আমার হাততালি দিতে ইচ্ছে হয়। অথচ, তাদের পোষা হয় গুপ্তি ছড়ির মত। হিংস্র কুকুরের মত। বিপণ্ণতার চাষ করে, তাদের নিয়ে ব্যবসা করা মুখগুলো ক্রূর হাসি লুকনোর অভ্যেস করে। তাদের স্মিত হাস্য দেখি পত্রিকার মলাটে, খবরের কাগজে, আর বিলবোর্ডে। আরও জোরে হাত তালি দিয়ে উঠি এসব দেখে। শঙ্খধ্বনি শুনে বধির হয়ে গেছিল আর এক স্পর্শকাতর রানি। হাততালি শুনেও বধির হয় কেউ কেউ। তারা আমাকে রাতে মশারী ব্যবহার করার উপদেশ দেয়। সেডাটিভ প্রেসক্রাইব করে। খুব আন্তরিক ভাবে বলে - একটু চেঞ্জে গেলে ভাল হয়।
ভাবছি, এবার পাহাড়ে যাব। একটা মুনরাইজ পয়েণ্ট খুঁজে সেখানে জ্যোৎস্নাকে উপহার দিয়ে আসব গোলাপী পালকের অন্তর্বাস। আর ডানা ঝাপটাতে ঝাপটাতে হাত তালি দেব স্বপ্নভঙ্গ কাকেদের মত।
একবার ঘুমের ওষুধ খেয়েই একটা স্বপ্ন দেখেছিলাম -
একটা নিস্তরঙ্গ জলরাশি আর তার মাঝে এক নির্জন দ্বীপ। ছোট ছোট ঢেউ শুধু পারের খুব কাছে। একটা বোতল ভেসে এলো, তার ভেতরে একটা বড় চাবি আর টিকটিকি জাতীয় কোনও সরীসৃপের কংকাল। প্রথমে একটা লাল কাঁকড়া এসে বোতলটার চারপাশ ঘুরে চলে গেল। তারপর একটা শঙ্খচিল এসে বসল বোতলটার পর। শঙ্খচিলকে দেখেই বালিতে হারিয়ে গেল কাঁকড়াটা। আর বালি থেকে মুখ বার করল একটা কচ্ছপ। একটা ডাব পড়ার শব্দ হতেই পাখিটা চমকে উড়ে গেল। বোতলটা গর্ভে চাবি আর কংকাল নিয়ে পড়ে রইল, ভেসে ওঠা লাশের মত। হঠাৎ আমি হাত বাড়ালাম, বোতলটা তুলব বলে। কিন্তু নাগাল পেলাম না। কাঁচের দেওয়ালে হাত আটকে গেল।
শঙ্খচিল, কাঁকড়া, কচ্ছপ, সবাই কাঁচের ওপারে এসে দাঁড়িয়ে রইল। অন্তিম শ্রদ্ধা জানাতে এসে মানুষ যেমন দাঁড়িয়ে থাকে। সেই শোকে কোনও কৃত্তিমতা ছিল না। আকাশের রঙে কমলা আর নীল মিশতেই দুলে উঠলাম আমি। জল তখন বাড়তে শুরু করেছে।
স্বপ্নটার কথা কেউ বিশ্বাস করেনি। ঘুরিয়ে বলেছে - বানানো গল্প। মুখে বলেছে কল্পনা। ঘুমের ওষুধ খাওয়ার পর নাকি স্বপ্নের এত ডিটেলস মনে থাকে না। অথচ যেদিন বানিয়ে বানিয়ে বললাম -
"একজন তরুণীকে নার্সের পোশাকে দেখলাম, আমাকে ব্লো জব দিচ্ছে। তার চুলের রঙ গোলাপের মত লাল। চোখের তারা সবুজ। ভোগ করার ইচ্ছেকে ধিক্কার জানাতে জানাতে তার নরক-গভীর নাভিতে ঠোঁট ছোঁয়াতেই বীর্যপাত হয়ে গেল!"
সেদিন হাঁ করে গিলল। হুম হুম করল, লিখল খস খস করে।
নাইটফল আর স্বপ্নদোষ, দুটোই কী ফালতু শব্দ! না?
একটা কাগজ আর পেনসিল নিয়ে বসেছিলাম বারান্দার মেঝেতে। যেখানে, মঞ্চের স্পট লাইটের মত এসে পড়ে রাস্তার আলো। অন্ধকার থেকে আমাকে দেখলে মনে হবে এই দৃশ্যের অন্যতম অভিনেতা। সংলাপহীন, কাগজে লিখলাম গিনিপিগ, অন্তর্বাস, নির্জন দ্বীপ আর বিপন্নতার কথা। তখনই একটা মথ এসে বসল আমার বাঁ কাঁধের ওপর। বড়, কালো মথ। সামান্য নড়তেই উড়ে চলে গেল গ্রিলের ফাঁক দিয়ে। আর এক স্পর্শকাতর রানির পায়ে পদ্মফুল পড়েছিল বলে পা টা ভেঙে গেছিল। মথ এসে বসলে কী হ'ত?
অনেক চেষ্টায় একটা মথ আঁকলাম, যার পিঠে নরকরোটির চেহারা ফুটে ওঠে। দালির কথা মনে পড়ল। মনে পড়ল আমার সেই বেড়ালটার কথা যে মথ শিকার করে, মুখে করে নিয়ে আসত খেলবে বলে। তারপর, সেই মথের দুটো ডানায় আঁকলাম পেঁচার চোখ। পেনসিল চাপা দিয়ে কাগজটা রেখে, চলে গেলাম অন্ধকার কোণে। সেখান থেকে দেখলাম - বারান্দার আলোকিত কোণ। কাগজের ওপর উড়ে এসে বসল সেই কালো মথটা। তার ওপরে স্পটলাইট, দৃশ্যের দ্বিতীয় চরিত্র। ধ্যানমগ্নের মত স্থির। নেপথ্যে অ্যাম্বুলেন্সের শব্দ। এসে আবার মিলিয়ে গেল। আমি লুঙ্গিটা তুলে পেচ্ছাপ করতে করতে চেয়ে রইলাম সেই কাগজ, সেই মথ আর গ্রিলের ছায়ার দিকে।
![]() |
Winged Figure 1 | Abbott Handerson Thayer | oil painting |
0 comments:
Post a Comment