• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Wednesday, 7 August 2019

পলাশ চৌধুরীর কবিতা



অন্তর্ঘাত থেকে সরাসরি

ল্যাবরেটরি ঘেঁটেঘেঁটে দু-এক খানি ছত্রাক,
শ্যাওলাও অনেকটা প্রাণ।
লাংস্ ফাটা তেতো স্বর,
জঙ্গল বেচে কুড়িয়ে আনি, পাতাদের অ্যাস্ট্রে। 

পাঠকীয়া, কবেও বা পারিনির যুক্তি,
ব্লিডিং যেভাবে হয় কাটার থিওরি। 

পেটানো রুটির চেয়ে, বাঁচার চেয়ে, এ জীবনী ভাল।

হ্যাকার ডবকা ছিল, সমুদ্রের নরম,
একর একর ফাঁকা, একাই রুদ্ধ এখন,
হাড়েতে চামড়া অল্প, বাবারা সহ্যজারণ। 

নাড়ানো পৃথিবী, আজ নাড়ানাড়ি বৃত্তে,
না জানা জেনেই কি আর করার!

মাঝারি দেওয়াল আছে নিরীক্ষা সেখানেই শুরু। 

চামড়া খুলি, একটা একটা হাড় এবার,শিরা-উপশিরা, অলিন্দ-নিলয়,
নিথর বসে থাকা রক্তগন্ধ মাখা একটা হৃদয়।

আমাকে বাঁচাবে যারা, যেন তারা নির্দয় হয়।




সিক্রেট গ্রন্থি

দুরূহ জলগোলাপ এই টেরামি প্রণয়।
এই অভিরাগ,
                বাঁচা গলে যাওয়া,
এই অভিরুচি ক্ষইয়ে তুমি হয়ে ওঠা।

কী -যেন জীবন পুড়িলে সন্ধ্যামোচন হয়,
আমাদের পার্সোনাল একটা গ্রন্থাগার হয়।


ঢাকা ঢাকা উৎসব, 
                      একই তো এ শয্যা! 
চাঁদ ঘুরঘুর করা মধুগড়,
                    মৌখিক যত শল্যযাপন।

টলাটলা লড়াক্কু মুরগীর মতো 
নালামাপা দুপুর জাগায় ল-বৃক্ষ।

যালিমের যতখানি শপথ,
                    যতখানি নড়ে ওঠা জাগে নাড়ির।

প্রেমেরা যতখানি পালিত শরীর পায়, 
প্রেমিকা ততখানি সুঠাম প্রেমিকে নির্ভর।

My Blogger Tricks

1 comment:

  1. 'সিক্রেট গ্রন্থি' ভালো লাগলো...

    ReplyDelete