• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Friday 2 August 2019

অনিকেষ দাশগুপ্তর কবিতা



জাদুঘর

আশ্রয় ছেড়ে বেরিয়ে এলো লালঝুঁটি মোরগ
অচিন্ত্যনীয় সঙ্গম, নির্বাণ,
কালক্রমে এমনটি হওয়ার কথা ছিল যেন
বিকেলের আর্তদৃশ্য নিঃসন্তান ছায়ার কাছে
পূর্বপুরুষদের ফল পাঠালো
চিদাকাশে নির্মল পুংতত্ত্বের ছ্যাঁদা ইত্যাদি
জ্বলজ্বলে মণিটি এখন অনেকদূরে ভাসমান
আমরা কেউ উদাসী সোফায় দিব্বি আঁকড়ে বসেছি
কোকুন, রাজার ব্যবহৃত স্টেরয়েড কিংবা
পর্যায়ক্রমিক মৈথুন,
এসবই উৎকীর্ণ লিপি
অথবা খোকা হয়ে ওঠা হেঁসেলের খোদাই...


পুরুষতত্ত্ব

মাপমতো পোষাকে ক্রমাগত ডেকে উঠছে
একরোখা শূন্য
ভাবপ্রয়াসী প্রার্থনা কিংবা হামামী প্রেমশব্দ
একা একা সিঁড়ি দিয়ে উঠছে পাখির ছানাসমূহ
ডানা নেই, হন্যে হয়ে ঘুরছে দরজার ওপারে ডাক
শোবার মতো স্কেলিটন, আমিষ গাছ, দুধসাদা সঙ্গম
পাখিদের অভিসন্ধিহীন উড়ান মানুষের ফ্যাকাশে শ্লেষ্মায়
বিলি কেটে যায় এমন খিলখিলে অসমাধান !
আমাদের তথাপি পৌরুষ ঘ্রাণ
আমাদের চকোলেট বংশধারায় অতএব  পৌরুষ জাবর...


মোহনা

অকিঞ্চিত প্রয়াগে এসে দাঁড়াই
প্রাত্যাহিক ফড়িং সশব্দে উড়ে আসে ঘরে
বেদীতলে পুষ্পপরে খিদমত সকল
রোজগারে, ছিলিমে, সুরতে...
জিয়নকাঠি প্রদক্ষিণ করে কর্কট স্নেহে
পায়রার তুলো ভিজে ওঠে এমন আবডাল
হাতে গাঢ় বংশপঞ্জিকা,তালিকার ভার
লাঘব হচ্ছে না অথচ বিক্রম  ফুরিয়ে এলো
বীরত্ব, পৌরুষ, পিতৃত্ব এ সকল কেবল একেকটা
মায়াহীন ভাব হয়ে থাকছে
মাথাভর্তি জটা, মোক্ষ, অমলতাস
তোমাদের বৃক্ষ ভূমিসাৎ হচ্ছে  আবাসে
এমন লাবণ্যময় বার্ধক্যে কেবল আমার সাধ ....



My Blogger Tricks

1 comment: