• দুই বাংলার কবিতা


    প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি ভারত এবং বাংলাদেশের বাংলা কবিতার মেলবন্ধনের। আমরা স্বীকার করি না কবিতার মধ্যে কোনো কাঁটাতার হয়। কোনো সীমান্ত থাকে। সীমানাকে অস্বীকার করাই কবির কাজ।


    দুই বাংলার কবিরা কবিতা পাঠান। আমরা অপেক্ষায় আছি।
  • কবিতা বিষয়ক গদ্য


    এই বিভাগে এক বা একাধিক কবি বা কবিতারসিক মানুষ কলম ধরছেন এই সময়ের বা চিরসময়ের কবিতা বিষয়ে। তাঁর বা তাঁদের কথাবার্তা ফুটো করে দিক প্রচলিত আর প্রথানুগ ভাবনার দিগন্তকে।


    সম্পাদনায়ঃ সনৎ মাইতি
  • অন্য গল্প


    আমরা গল্পকে গল্পের জায়গাতেই রাখতে চাই। কোনো আপত্তি আমাদের নেই। শুধু এমন গল্প শুনতে চাই যা আজ অবধি কেউ বলেনি।


    সম্পাদনায় - আবেশ কুমার দাস
  • >
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শানু চৌধুরী
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - শিবাশিস দত্ত

Sunday, 4 August 2019

পৌলমী গুহর কবিতা




কোলাজ

আমার বিষাক্ত ঘুম এসেছে”,
এই কথা বলে রাত শুরু হয়
আমি আবেগ-টাবেগ বুঝি না
স্মৃতিডোর ছিঁড়ে ফেলি অনায়াসে

শোনো তুমি,কান পাতলে শোনা যায়
বিকেলের মৃত্যু-গান
এখনও এই শহরের বুকে কেউ কেউ,
স্রেফ ভালো বাসতে চায়

আজব লাগে আমার আজব লাগে,
তা লাগে বলেই কথা শেষ করি
দ্রুত ছন্দহীন একঘেয়ে

আমার বিষাক্ত ঘুম এসেছে”,
এই বলে রাত শুরু করি



গল্পের হাত ধরে এগোবো

আজকে বৃষ্টি এসেছিল জানালায় ধড়ফড়,
কোথাও সানাই বাজছে
টের পাচ্ছি, আমার বুকে পাড় ভাঙছে
চোখের পুকুর ভিজে যাবে বলে,
কল পাড়ে থালা-বাসনের ঝনাৎকারমার ভিজে
শাড়ি টলমলে হাঁস
সানাই বাজছে বরণডালা সাজাচ্ছে নিটোল হাত
বোরোলিনের হিসেব, কাপড় কাচা সাবান, শুকনো ফুল কেউ ফিরে আসছে না
ভিড়ে ভিড়ে বুকের শব্দ শোনা যায় না ফিরতি ট্রেনে, হাসিমুখে অবান্তর খবর বিনিময় করছি
সানাই বাজছে তোমার বুকেও ছলাৎ ঘটবে,
মঙ্গল-শঙ্খ ব্যস্ত আবেগ জমা-খরচ

আমি কোত্থাও নেই!


My Blogger Tricks

0 comments:

Post a Comment