Sunday, 4 August 2019
ডাংঘড়ি: দ্য
পারসিসটেন্স অফ মেমরি, ২০১৯ / হে সখে, ফতুর
আত্মহত্যা নাকি খুন? এ প্রশ্ন কবেকার?
সবেকার নয়।
হাঁটুনি ঝাঁকুনি ধরছি ক্রমাগত, ডকুমেন্টরি সাজে।
চক্ষু
পক্ষী
পায়রা
আঁধি
স্পা
স্প্লিন্টার
ডকুমেন্টরি সাজে, সইকে ধরছি। সাদা কাগজে বেজান সই। সইয়ে সইয়ে কেমন
সুমিল, সখাসখী।
স্পেস। স্পেসশিপ। টাইম অ্যান্ড স্পেস। বা ধর ডিভোর্সি দ্বিতীয় পক্ষ।
ডাংঘড়ি / দোদুল / পলক
সিঁদুরে জং
“দাদা একটা পলি দিন তো”— ভাবিনি কিছু অনুষঙ্গে। ভাবা যেত
থুতুনি, যাহা থিতানো। সর্ব অঙ্গে তাহার সোয়াদ (<স্বাদ)।
পিয়া কাঁখে কলস। টিপটপ টিপটপ টিপ, হার্টবিট নাচেরে। মিছিল, মিছিলে যে কেহ ।
টিলা। এক-ঘরে আল্লাহ মিয়া বসতে।
ক্রমে জটলা বাড়িছে কিরাত। হে সখে, ফতুর।
[কৃতজ্ঞতাস্বীকার: শিল্পী সালভাদোর ফেলিপে জ্যাকিন্তো
দালি এবং তাঁর চিত্রকর্ম ‘দ্য পারসিসটেন্স অফ মেমরি’, ১৯৩১]
Subscribe to:
Post Comments (Atom)
ডাংঘরি :
ReplyDeleteএতো আল্ট্রামর্ডান লাগছে, অসাধারণ, কেমন করে আসে এসব কবিতা?
ভাবিলে দিন ফুরায়ে যায়।
প্রতিক্রিয়া দেবার জন্যে অনেক ধন্যবাদ জানাই...
Delete